Darsana Ideal School & College Students Teachers
প্রতিষ্ঠানের ইতিহাস

    দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। ২০১৮ সালে এই বিদ্যালয়টি চুয়াডাঙ্গা জেলার দর্শনার  বিদ্যোৎসাহী স্বরুপ কুমার দাস কর্তৃক চুয়াডাঙ্গার দর্শনাতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় থেকে বিদ্যালয়ের নাম দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজ। এর প্রাথমিক শাখা জেলার আরেক স্বনামধন্য স্কুল লিটিল এনজেলস ইন্টা স্কুল। 

    বিদ্যালয়টি চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত। ২০১৯ সালে স্কুলটির ৬ষ্ঠশ্রেণীর কার্যক্রম দিয়ে প্রথম ক্লাস শুরু হয়। ২০২৩ সালে বিদ্যালয়ের ৩জন জমিদাতা (উত্তম রঞ্জণ দেবণাথ,কুমারী সীতা রানী ও বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক তনুশ্রী বসু) দর্শনা পৌরসভার মধ্যে ৩০ শতক জমি দান করে। 

    ২০২৪ সালের মার্চ মাসে বিদ্যালয়টি পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। এর পরবর্তীতে ২০২৪ সালের জুন মাসে বিদ্যালয় তার নিজস্বতা পায়। যার ইন নং 140022। 

    বিদ্যালয়ের প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের জমিদাতা উত্তম রঞ্জণ দেবনাথ। বর্তমানে তিনি দায়িত্বরত রয়েছে। বিদ্যালয়ের আরে একজন উদ্যোক্তা রয়েছে। যিনি নৈপথ্যে থেকে কাজ করেছেন তিনি দর্শনার বিদ্যুৎসাহী গোলাম ফারুক আরিফ। 

    বিদ্যালয়টি শুরু থেকে যিনি পরামর্শ দিয়ে সহায়তা প্রদান করেছেন তিনি চুয়াডাঙ্গা জেলার বিদ্যুৎসাহী চুয়াডাঙ্গা কালেক্টরেল স্কুলের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ। 

     

    শিক্ষা বোর্ড (যশোর শিক্ষা বোর্ড[১]) কর্তৃক সকল ধরনের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়টি জেলার মানুষের কাছে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে।[৯] ২০২৪ সালে প্রথমিএসএসসি পরীক্ষা দিয়ে ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন এ+ পেয়েছে এবং ২জন মেধাবৃত্তি পেয়েছে। ২০২৪ সালে দর্শনার সেরা বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পেয়েছে। 

    বিদ্যালয়টির ক্রমে ক্রমে শিক্ষার মান ও ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে ও আরো অধিক ছাত্রদের বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ করে দেওয়ার জন্য ২০২৪ সালে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ডিজিটালে রুপান্তর করা হয়।