Darsana Ideal School & College Students Teachers
Achievement

     

    দর্শনার সেরা মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পেয়েছে দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি ২০১৮ সালে প্রতিষ্ঠা পাবার পর ২০২৩ সালে ১ম এসএসসি পরীক্ষায় ২৮ জন শিক্ষার্থী অংশ নেই। এর মধ্যে ৭ জন এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। মেধা বৃত্তিতে ২ জন শিক্ষার্থী সুযোগ পায়। এছারা ২০২৪ সালে দর্শনা আইডিয়াল স্কুল এন্ড থেকে অন্তর হাসান নটরডেম কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়ণের সুযোগ পায়।

    দর্শনার সুনামধন‌্য শিক্ষা প্রতিষ্ঠান দর্শনা আইডিয়াল স্কুল এন্ড ক‌লেজ (EIIN- 140022) থে‌কে ২০২৪ সা‌লে এসএস‌সি পরীক্ষায় ‌বিজ্ঞান বিভা‌গে ৬০% শিক্ষার্থী জি‌পিএ ৫ পে‌য়ে কৃ‌তি‌ত্বের সাক্ষর রে‌খে‌ছে। এবং অন্তর হাসান নটরডেম ক‌লে‌জে ভ‌র্তি পরীক্ষায় উত্তীর্ণ হ‌য়ে‌ছে।